ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

তিন কোম্পানির ব্যবসায়িক পরিকল্পনার অগ্রগতি নিয়ে বিএসইসিতে বৈঠক

২০২২ ডিসেম্বর ১৯ ২২:৫৬:৪৪
তিন কোম্পানির ব্যবসায়িক পরিকল্পনার অগ্রগতি নিয়ে বিএসইসিতে বৈঠক

কোম্পানি ৩টি হলো— ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, বারাকা পতেঙ্গা পাওয়ার ও লুব-রেফ (বাংলাদেশ)।

আগামী মঙ্গলবার (২০ ডিসেম্বর) কোম্পানি ৩টির পরিচালনা পর্ষদকে বৈঠকের জন্য তলব করা হয়েছে।

বিএসইসির বৈঠকে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে কোম্পানি ৩টির প্রসপেক্টাসে উল্লেখ করা ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে অলোচনা করা হবে।

এজন্য কোম্পানিগুলোকে ব্যবসায়িক পরিকল্পনা সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে আসতে নির্দেশ দিয়েছে বিএসইসি।

বৈঠকের বিষয় ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ইস্যু ম্যানেজার এএফসি ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্ট, বারাকা পতেঙ্গা পাওয়ারের ইস্যু ম্যানেজার লংকাবাংলা ইনভেস্টমেন্ট ও লুব-রেফের ইস্যু ম্যানেজার এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়েছে।

কোম্পানি তিনটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো পৃথক পৃথক চিঠিতে বিএসইসি উল্লেখ করেছে, কোম্পানিটি ৩টি শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য প্রকাশিত প্রসপেক্টাসে উল্লিখিত ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চায় কমিশন। এজন্য কমিশনের ক্যাপিটাল ইস্যু বিভাগের সঙ্গে একটি বৈঠক করা প্রয়োজন।

এর পরিপ্রেক্ষিতে আগামী ২০ ডিসেম্বর কোম্পানিটির পরিচালনা পর্ষদের সকল সদস্য, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এবং কোম্পানি সচিবকে প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে আনার নির্দেশ দেওয়া হলো।

চিঠিতে বলা হয়, বৈঠকে সভাপতিত্ব করবেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর