ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বেলারুশে পুতিন, মুখ খুললেন জেলেনস্কি

২০২২ ডিসেম্বর ১৯ ১৮:১৬:০২
বেলারুশে পুতিন, মুখ খুললেন জেলেনস্কি

এদিকে তার এ সফর নিয়ে মুখ খুললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেন, 'বেলারুশ ও রাশিয়ার সঙ্গে সীমান্ত রক্ষায় ইউক্রেনের সেনারা সদা প্রস্তুত।' ইউক্রেনের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে শত্রুর মোকাবিলায় জোরালো প্রস্তুতি নেওয়ার কথা জানান জেলেনস্কি।

সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার পর পুতিনকে সমর্থন দিয়ে যাচ্ছে বেলারুশ। ইউক্রেনের মোকাবিলায় বেলারুশের ভূখণ্ড ব্যবহার করারও অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। তবে ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামেনি দেশটি। সেই সঙ্গে নিজ দেশের সেনাবাহিনীকেও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ না নামানোর কথা জানান তিনি।

রাশিয়ার গণমাধ্যমে ইন্টারফ্যাক্স জানিয়েছে, কৌশলগত মহড়া চালানোর জন্য গত অক্টোবরে বেলারুশে পৌঁছায় রাশিয়ার সেনা দল। তবে কোথায় এবং কখন এ মহড়া চালানো হবে এখনো কিছু জানা যায়নি।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর