ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপের মুকুট ইংলিশদের ঘরে

২০২২ নভেম্বর ১৩ ১৮:০৪:৩০
বিশ্বকাপের মুকুট ইংলিশদের ঘরে

টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের মুকুট এখন বাটলারদের মাথায়। রোববার রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাটলার ব্রিগেড।

ইডেন গার্ডেনে শিরোপা বঞ্চিত ইংল্যান্ড এবার মেলবোর্নে উড়াল বিজয় পতাকা সেই স্টোকসের ব্যাটেই। লো স্কোরিং ম্যাচ। তাতেই বাড়ল উত্তেজনার পারদ। ফাইনালের মতো মঞ্চে পাকিস্তানের ব্যাটাররা যতটা ব্যর্থ, তার চেয়ে সফল ইংলিশ বোলাররা।

আট উইকেটে ১৩৭ রানে পুঁজি নিয়ে সফল হয়নি বাবর আজম শিবির। লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে চাপে থাকলেও ইংল্যান্ড জয়ের বন্দরে পৌঁছায় স্টোকস ও মঈন আলীর ব্যাটে চড়ে।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে রানার্সআপ পাকিস্তান। ২০০৯ দ্বিতীয় আসরে প্রথম শিরোপার স্বাদ পাওয়া পাকিস্তান ১৩ বছর পর ছিল নতুন স্বপ্নে বিভোর।

কিন্তু দ্বিতীয় ট্রফিতে চুমু খাওয়ার ভাগ্য হলো না বাবর আজমদের। দলটির ম্যাচ হারার টার্নিং পয়েন্ট আসলে পেসার শাহিন শাহ আফ্রিদির চোট। পুরো চারটি ওভার তিনি করতে পারেননি। নিজের তৃতীয় ওভারের প্রথম বল করার পর মাঠে বাইরে চলে যান তিনি। বাকি পাঁচ বলে ইফতিখার দেন ১৩ রান। ম্যাচে তখনই হেলে পড়ে ইংল্যান্ডের দিকে।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর