ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

উত্তর কোরিয়ার সামরিক নজরদারি স্যাটেলাইটের উৎক্ষেপণ

২০২২ ডিসেম্বর ১৯ ১০:৫৭:৫৭
উত্তর কোরিয়ার সামরিক নজরদারি স্যাটেলাইটের উৎক্ষেপণ

কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে এ তথ্য জানায়।

দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) এক প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার উত্তর কোরিয়ার ন্যাশনাল অ্যারোস্পেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন উত্তর পিয়ংগান প্রদেশের চোলসানে অবস্থিত সোহাই স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এ পরীক্ষা চালায়।

এতে উল্লেখ করা হয়, একটি রকেট পরীক্ষামূলক স্যাটেলাইটটি বহন করছিল। এতে একাধিক ক্যামেরা, ইমেজ ট্রান্সমিটার ও রিসিভার, একটি কন্ট্রোল ডিভাইস এবং একটি স্টোরেজ ব্যাটারি ছিল। পরীক্ষাটি স্যাটেলাইট ইমেজিং ক্ষমতা, ডেটা ট্রান্সমিশন ও একটি গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম পর্যালোচনা করার জন্য ডিজাইন করা হয়েছিল।

দেশটির মুখপাত্র জানান, মহাকাশে ক্যামেরা অপারেটিং প্রযুক্তি, তথ্য প্রক্রিয়াকরণ এবং যোগাযোগ ডিভাইসের ট্রান্সমিশন ক্ষমতা, গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেমের ট্র্যাকিং এবং নিয়ন্ত্রণ নির্ভুলতা নিশ্চিত করেছি। আগামী বছরের এপ্রিলে প্রথম সামরিক নজরদারি স্যাটেলাইটটি উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর