ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সূচক পতনের মাধ্যমে সপ্তাহের সূচনা

২০২২ ডিসেম্বর ১৮ ১৬:৪১:০৫
সূচক পতনের মাধ্যমে সপ্তাহের সূচনা

রোববারের শেয়ারবাজার পর্যালোচনাঃ

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, আজ ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১১.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৪৫.৬১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.০১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৮.৯৫ পয়েন্টে এবং দুই হাজার ২০৪.১৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪০ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৪ কোটি ৭৯ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪২৫ কোটি ২৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩০টির, শেয়ার দর কমেছে ৫৬টির এবং ২২৩টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ০.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৪৭.১২ পয়েন্টে। সিএসইতে আজ ১২১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩০টির দর বেড়েছে, কমেছে ৩৩টির আর ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ,১৮ ডিসেম্বর ২০২২

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর