ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

টাইগারদের বড় হারে শেষ চট্টগ্রাম টেস্ট

২০২২ ডিসেম্বর ১৮ ১৩:৪৫:৪৩
টাইগারদের বড় হারে শেষ চট্টগ্রাম টেস্ট

আগামী ২২ ডিসেম্বর রাজধানীর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি।

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৭২ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেছিল বাংলাদেশ। উইকেটে অধিনায়ক সাকিবের সঙ্গে ছিল ফর্মে থাকা মিরাজ। সাকিব একপ্রান্ত থেকে খেললেও দিনের তৃতীয় ওভারে মিরাজকে হারাল বাংলাদেশ। মোহাম্মদ সিরাজের বলে যাদবকে ক্যাচ দেন মিরাজ। তার বিদায়ে ভাঙে ৪২ রানের জুটি, মিরাজ করেন ১৩ রান।

মিরাজের বিদায়ের পর আগ্রাসী হয়ে উঠেন সাকিব। তবে সাকিব এভাবে অনেকক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ৮৪ রানের মাথায় কুলদ্বীপ যাদবের বলে লাইন মিস করে সরাসরি বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক। তারপর বাকিরা আর দাঁড়াতেই পারেননি। ৪ রানের মধ্যে ভারত তুলে নিয়েছে বাকি দুই উইকেট। তাইজুল ইসলাম ৪ আর এবাদত আউট হন শূন্য রানে। অক্ষর প্যাটেল ৭৭ রান খরচায় নেন ৪টি উইকেট। ৩ উইকেট শিকার প্রথম ইনিংসে ফাইফার নেওয়া কুলদ্বীপ যাদবের।

এর আগে গতকাল বাংলাদেশের হয়ে অভিষিক্ত জাকির হাসান ঠিক ১০০ রান করেছিলেন। ভারতের হয়ে ৪ উইকেট পেয়েছেন অক্ষার প্যাটেল। ৩ উইকেট নিয়েছেন কুলদ্বীপ যাদব।

টেস্টের প্রথম ইনিংসে ৪০৪ রান তুলেছিল ভারত। পরে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৫০ রানেই। ভারত ২ উইকেটে ২৫৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৫১২ রানের। ভারতের দেওয়া সেই টার্গেটে শেষ পর্যন্ত ৩২৪ রানে গুটিয়ে গেল টাইগাররা।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর