ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মার্কিন যুক্তরাষ্ট্রে কালো তালিকাভুক্ত পাকিস্তানি ৬ প্রতিষ্ঠান

২০২২ ডিসেম্বর ১৭ ১৯:৫৬:৪৪
মার্কিন যুক্তরাষ্ট্রে কালো তালিকাভুক্ত পাকিস্তানি ৬ প্রতিষ্ঠান

শনিবার (১৭ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্রের বিস্তারে সহায়ক ভূমিকা রাখতে পারে এমন ১০টি প্রতিষ্ঠানকে সম্প্রতি কালো তালিকাভুক্ত করে ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস)। এর মধ্যে ছয়টি প্রতিষ্ঠান পাকিস্তানের আর বাকি চারটি প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের নিবন্ধিত।

দেশটির প্রশাসন বলছে, পাকিস্তানের অনিরাপদ পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে এসব প্রতিষ্ঠান পণ্য সরবরাহ করেছে বা সরবরাহের চেষ্টা করেছে। কোনো মার্কিন প্রতিষ্ঠান যাতে এ প্রতিষ্ঠানগুলোকে কোনো ধরনের যন্ত্রাংশ বা পণ্য সরবরাহ না করে সে বিষয়টিও কালো তালিকাভুক্তির মাধ্যমে নিশ্চিত হলো। কোনো মার্কিন প্রতিষ্ঠান তবুও এই ছয়টি প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহ করতে চাইলে আগে থেকেই বিশেষ লাইসেন্স নিতে হবে।

পাকিস্তানের সেই প্রতিষ্ঠানগুলো হলো-১) ডাইনামিক ইঞ্জিনিয়ারিং করপোরেশন

২) এনারকুইক প্রাইভেট লিমিটেড

৩) রেইনবো সল্যুশনস

৪) ইউনিভার্সাল ড্রিলিং ইঞ্জিনিয়ার্স

৫)ট্রোজানস

৬) এনএআর টেকনোলজিস জেনারেল ট্রেডিং এলএলসি

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর