ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে ফাইনালে খেলবেন যারা

২০২২ ডিসেম্বর ১৭ ১৮:৩৪:৫০
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে ফাইনালে খেলবেন যারা

প্রতিপক্ষ অনুযায়ী সব সময় দলে পরিবর্তন আনেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল স্কালোনি। ফ্রান্সের বিপক্ষে কেমন ফর্মেশন বেছে নেবেন, একাদশে কাকে রাখবেন সেটা সময়ই বলে দেবে।

বার্তা সংস্থা রয়টার্স ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে একটি ধারণা দিয়েছে। তাদের মধ্যে

এমিলিয়ানো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, নিকোলাস তাগলিয়াফিকো, লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, আলেক্সিস মাক আলিস্তের, এনসো ফের্নান্দেস, হুলিয়ান আলভারেস, লিওনেল মেসি

নিজের শেষ বিশ্বকাপে দেশকে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন করার মিশনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী আছেন দারুণ ছন্দে। পাঁচ গোল করে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে আছেন তিনি।

এছাড়া লিওনেল মেসির সামনে নতুন রেকর্ড গড়ারও হাতছানি। বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে আসরের সর্বোচ্চ গোল ও সর্বোচ্চ গোলে সহায়তা দেওয়ার রেকর্ড গড়ার পথে আর্জেন্টাইনের এই সুপারস্টার। পাশাপাশি তিনি গোল্ডেন বুট জয়ের প্রথম সারিতেই অবস্থান করছেন।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর