ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

১৩ বছরে বাংলাদেশ বদলে গেছে : প্রধানমন্ত্রী

২০২২ নভেম্বর ১৩ ১৪:৩৭:১২

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় ১৩ বছরে বাংলাদেশ বদলে গেছে।

রোববার (১৩ নভেম্বর) বিজিএমইএ কর্তৃক আয়োজিত ‘মেইড ইন বাংলাদেশ উইক ২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৩ বছর আগে ২০০৮ সালে নির্বাচনি ইশতেহারে বাংলাদেশকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ১৩ বছর পর ১৪ বছরে পদার্পনের সময়ে সত্যিই বাংলাদেশ বদলে গেছে।

সরকারপ্রধান বলেন, আমরা নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করেছি। ভবিষ্যতেও বাংলাদেশ গড়ার আমাদের প্রত্যয় ও ভূমিকা অব্যাহত থাকবে।

শেখ হাসিনা বলেন, রপ্তানি খাতকে আরও প্রসারিত করার জন্য সরকার দীর্ঘমেয়াদি প্রণোদনা প্রদান করবে। তিনি বলেন, করোনার সময়ে বৈশ্বিক মন্দায় রপ্তানি খাত শক্তভাবে মোকাবিলা করেছে সরকার। আর তা সম্ভব হয়েছে সরকারের প্রণোদনার কারণে।

প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে নগদ অর্থ সহায়তা ও অন্যান্য সুবিধা প্রদান করা হয়েছে।

তিনি বলেন, ওয়ারহাউস সুবিধা, বিনা শুল্কে কাঁচামাল আমদানি সুবিধা, ব্যাক টু ব্যাক ঋণপত্র খোলার সুবিধা, হ্রাসকৃত শুল্কে মেশিনারিজ আমদানি, রপ্তানিমুখী শিল্পে অনুকূলে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) আমরা রিজার্ভের টাকা দিয়েই করে দিয়েছি।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর