ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সুশাসনের জন্য পুরস্কার পাচ্ছে শেয়ারবাজারের ১৩ ক্যাটাগরির কোম্পানি

২০২২ ডিসেম্বর ১৭ ১৫:৩৬:২৬
সুশাসনের জন্য পুরস্কার পাচ্ছে শেয়ারবাজারের ১৩ ক্যাটাগরির কোম্পানি

আজ শনিবার (১৭ ডিসেম্ব) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে কোম্পানিগুলোকে নবম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড- ২০২১ তুলে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিকে বিভিন্ন ক্যাটাগরিতে ২০২১ সালে কর্পোরেট সুশাসন প্রতিপালনের জন্য গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পদক দেওয়া হবে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ।

আইসিএসবি সূত্রে জানা গেছে, দেশি বিদেশি যেসব প্রতিষ্ঠান কর্পোরেট গভর্নেন্স (প্রাতিষ্ঠানিক সুশাসন) মেনে চলে এবং যাদের পারফরমেন্স তুলনামূলক ভালো সেসব প্রতিষ্ঠানকেই অ্যাওয়ার্ড প্রদানের জন্য নির্বাচন করা হয়।

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগেুলোর করপোরেট গভর্নেন্স প্রতিষ্ঠা, কার্যকরী স্বতন্ত্র পরিচালক নিয়োগ, সিএসআর, ক্ষুদ্র বিনিয়োগকারীসহ সকল বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার মানদণ্ডের ভিত্তিতে এ অ্যাওয়ার্ড দিয়ে আসছে আইসিএসবি।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর