ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কঙ্গোর রাজধানীতে বন্যা, মৃত্যু দেড় শতাধিক

২০২২ ডিসেম্বর ১৭ ১৪:০৮:০৪
কঙ্গোর রাজধানীতে বন্যা, মৃত্যু দেড় শতাধিক

কঙ্গো কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জাতিসংঘ জানায়, মঙ্গলবার রাতভর প্রচন্ড বৃষ্টিপাতের পর কিনশাসার কেন্দ্রস্থলের প্রধান সড়কগুলো বেশ কয়েক ঘণ্টা ধরে পানিতে নিমজ্জিত থাকে এবং মতাদি বন্দর অভিমুখী প্রধান সরবরাহ রুট বন্ধ হয়ে যায়। নগরীটিতে প্রায় দেড় কোটি মানুষ বসবাস করে।

সংবাদ মাধ্যমকে জাতিসংঘের মানবিক সমন্বয় বিষয়ক দপ্তর (ওসিএইচএ) জানায়, ‘১৬ ডিসেম্বর কঙ্গো কর্তৃপক্ষ জানায়, এ প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে কমপক্ষে ১৬৯ জনের মৃত্যু ও প্রায় ৩০ জন আহত হয়েছে। নগরীর বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বন্যায় কমপক্ষে ২৮০টি ঘরবাড়ি ধসে পড়ে।’

রাজধানীর পশ্চিমের মন্ট-নগাফুলা ও নগালিমা প্রবল বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এতে প্রায় ৩৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বুধবার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়।

কঙ্গো রিভারের ধারে অবস্থিত কিনশাসায় সাম্প্রতিক বছরগুলোতে বিপুল সংখ্যক মানুষের সমাগম লক্ষ্য করা যায়।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর