ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

২০২২ ডিসেম্বর ১৭ ১১:০৯:৩২
চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

এর আগে গত ১১ ডিসেম্বর রেলওয়ে জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একই বগি বলাশপুর এলাকায় লাইনচ্যুত হয়েছিল।

এদিকে ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-গৌরীপুর সেকশনের ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়া ঝাঞ্জাইলগামী রেল চলাচল বিঘ্নিত হচ্ছে। ফলে ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ আবদুর রহিম।

তিনি জানান, চট্টগ্রামগামী ‘ময়মনসিংহ এক্সপ্রেস’ ট্রেন ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে কেওয়াটখালী এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। পরে কেওয়াটখালী লোকোসেডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বগিটি উদ্ধারে কাজ শুরু করেন।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর