ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কোহিনূর কেমিক্যালসের শেয়ারদর বেড়েছে ৩৩ শতাংশ

২০২২ ডিসেম্বর ১৭ ০৭:২৩:১৭
কোহিনূর কেমিক্যালসের শেয়ারদর বেড়েছে ৩৩ শতাংশ

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের কার্যদিবস রোববার কোহিনূর কেমিক্যালসের উদ্বোধনী দর ছিল ৩৮৭ টাকা ৭০ পয়সা। সপ্তাহ শেষে যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৫ টাকা ৪০ পয়সায়। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১২৭ টাকা ৭০ পয়সা বা ৩২ দশমিক ৯৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২ লাখ ৪২ হাজার ৪০৭টি শেয়ার লেনদেন হয়েছে।

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ অর্থবছরের জন্য কোম্পানিটি ৪০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ ও ২০ শতাংশ বোনাস ডিভিডেন্ড। ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২২ ডিসেম্বর বিকাল ৪টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১ নভেম্বর।

২০২১-২২ অর্থবছরে কোহিনূর কেমিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৪১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৯ টাকা ১৭ পয়সা (পুনর্মূল্যায়িত)।

আলোচ্য বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৪৯ পয়সায়। যা আগের অর্থবছর শেষে ছিল ৪৮ টাকা ৩৩ পয়সায়।

এদিকে চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৬৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৫ টাকা ৬৭ পয়সায়।

১৯৮৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোহিনূর কেমিক্যালসের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২৫ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৮৯ কোটি ৫৬ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা ২ কোটি ৫৫ লাখ ৩০ হাজার ৮৬৩। এর মধ্যে ৫০.৫৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৩.৬৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বিদেশী বিনিয়োগকারী ০.০২ শতাংশ ও বাকি ৩৫.৭৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর