ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিজয় দিবসে পতাকা উঠল না মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে

২০২২ ডিসেম্বর ১৬ ১৮:৪৫:০০
বিজয় দিবসে পতাকা উঠল না মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানেরা। তবে উপজেলা প্রশাসন বলছে, বিজয় দিবসে পতাকা উত্তোলন করতে না পারা দুঃখজনক। পতাকা উত্তোলন করার জন্য বীর মুক্তিযোদ্ধাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। আর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স রক্ষণাবেক্ষণে যেমন প্রশাসনের দায়িত্ব রয়েছে তেমনি মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদেরও দায়িত্ব রয়েছে।

আজ শুক্রবার দুপুরে উপজেলার পাকেরহাটে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গেলে দেখা গেছে, বিজয় দিবসে আজ সুনসান নীরবতা। নব-নির্মিত এই ভবনের সামনেই রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। তবে সেখানে রয়েছে ময়লা-আবর্জনা।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ফাঁকা পড়ে আছে পতাকা টাঙানোর স্ট্যান্ডও। ভবনের চারপাশ গাছের পাতায় অপরিচ্ছন্ন। তবে এই ভবনের প্রথম তলায় একটি ডায়াগনস্টিককে ভাড়া দেওয়া হয়েছে শুধু তাদের কেয়ারটেকার আছে সেখানে।

এ নিয়ে দুঃখ প্রকাশ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, ‘সমন্বয়হীনতার অভাবে এমন একটি ঘটনা ঘটে গেছে। যা আমাদের জন্য চরম বেদনাদায়ক।’

এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার রাশিদা আক্তার সংবাদ মাধ্যমকে বলেন, ‘আজকের মত দিনে পতাকা উত্তোলন করতে না পারা দুঃখজনক। আমি কমান্ডারের দায়িত্ব থাকলেও পতাকা উত্তোলন করার জন্য বীর মুক্তিযোদ্ধাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স রক্ষণাবেক্ষণে যেমন প্রশাসনের দায়িত্ব রয়েছে তেমনি মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদেরও দায়িত্ব রয়েছে। শিগগিরই ৪০ দিনের কর্মসূচির লোক দিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে।’

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর