ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঢাকার বাতাস বিশ্বের দূষিত তালিকায় তৃতীয় স্থানে

২০২২ নভেম্বর ১৩ ১২:০৬:২১
ঢাকার বাতাস বিশ্বের দূষিত তালিকায় তৃতীয় স্থানে

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় ৩৩৫ একিউআই স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। আর ২৩৯ স্কোর নিয়ে ভারতের দিল্লি দ্বিতীয় স্থানে রয়েছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য।

একইভাবে এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। আর ৩০০ উপরে বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাদেশে এয়ার কোয়ালিটি ইনডেক্স নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে—বস্তুকণা (পিএম১০ ও পিএম২ দশমিক ৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

এর আগে ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ু দূষণের ৩টি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

সিরাজ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর