ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

শুরুতেই ৩ কোম্পানির শেয়ারে চমক

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ১১:৪৮:১৮
শুরুতেই ৩ কোম্পানির শেয়ারে চমক

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার স্টকমার্কেটে ইতিবাচক প্রবণতায় মার্কেটে লেনদেন শুরু হয়েছে। আজ এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। এর মধ্যে বিনিয়োগকারীদের বিশেষ আগ্রহের কারণে ৩টি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রেতা সংকটে পড়েছে।

এই ৩টি প্রতিষ্ঠান হলো:

১) ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ২) এস আলম কোল্ড রোল্ড স্টিল ৩) ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

প্রতিষ্ঠানগুলো আজ ডিএসই’র দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় অবস্থান করছে, চলমান মার্কেটে এখন পর্যন্ত বিক্রেতা সংকটে পড়ে "হল্টেড" হয়ে আছে, অর্থাৎ এসব প্রতিষ্ঠানের শেয়ার কেনার জন্য বিক্রেতা পাওয়া যাচ্ছে না। যদিও মাঝে মাঝে ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের বিক্রেতা চলে আসছে।

আজকের লেনদেনের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর শেয়ারদরের বৃদ্ধি ছিল উল্লেখযোগ্য। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড শেয়ার মূল্য বেড়েছে ৯.৭৮ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিল ৯.৪০ শতাংশ।

সিনথিয়া/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর