ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

আইএমএফ-এর চতুর্থ কিস্তির অর্থ ছাড়ে বিলম্ব: অর্থ উপদেষ্টা

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ২৩:৪৫:৩৮
আইএমএফ-এর চতুর্থ কিস্তির অর্থ ছাড়ে বিলম্ব: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের চলমান ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির ৬৪ কোটি ৫০ লাখ ডলার ছাড়ে আরও বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, “আমরা আইএমএফকে জানিয়েছি যে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ রয়েছে, তাই অর্থ ছাড়ের ক্ষেত্রে অতিরিক্ত তাড়া নেই। আইএমএফের চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থ একত্রে আগামী জুন মাসে সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “অনেকে মনে করেন আমরা ঋণ আদায়ে মরিয়া হয়ে আছি, কিন্তু তা নয়। আমাদের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে। চলতি হিসাব, আর্থিক খাত এবং প্রবাসী আয় সন্তোষজনক অবস্থায় আছে। তাই আমরা তাড়াহুড়ো করছি না।”

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “মার্চে আইএমএফ-এর সভায় প্রস্তাব তোলার পরিবর্তে, আমরা জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির প্রস্তাব একসঙ্গে উপস্থাপন করবো।”

উল্লেখ্য, ২০২২ সালে আইএমএফের সঙ্গে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সাত কিস্তিতে এই ঋণ বিতরণের পরিকল্পনা করা হয়। ২০২৩ সালের জানুয়ারিতে প্রথম কিস্তি ছাড় হয়, এরপর আরও দুটি কিস্তি দেওয়া হয়। সর্বশেষ কিস্তি ছাড়া হয়েছে ২০২৪ সালের জুন মাসে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো কিস্তি ছাড়া হয়নি।

সাইদুর রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর