ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

রবির লভ্যাংশ ঘোষণা

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ২৩:২৮:১৬
রবির লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: স্টকমার্কেটে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ ক্যাশ লভ্যাংশের ঘোষণা দিয়েছে। গত বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রবির পক্ষ থেকে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে ডিভিডেন্ড ঘোষণা এবং কোম্পানির ২০২৪ সালের আর্থিক প্রতিবেদন তুলে ধরা হয়। এতে জানানো হয়, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে রবির মুনাফা দ্বিগুণেরও বেশি বেড়েছে।

২০২৪ সালে রবি আজিয়াটার মোট মুনাফা দাঁড়িয়েছে প্রায় ৭০২ কোটি টাকা, যেখানে ২০২৩ সালে এই মুনাফা ছিল ৩২০ কোটি টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে।

সজিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর