ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কৃষিবিদ ফিডের বারবার আইন লঙ্ঘন: বিনিয়োগকারীরা ক্ষুব্ধ

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৭:৫০:১৬
কৃষিবিদ ফিডের বারবার আইন লঙ্ঘন: বিনিয়োগকারীরা ক্ষুব্ধ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের কোম্পানি কৃষিবিদ ফিড লিমিটেড একের পর এক আইন লঙ্ঘন করে যাচ্ছে। ২০২৩ সালে ঘোষিত ডিভিডেন্ড এখনও বিনিয়োগকারীদের পরিশোধ করা হয়নি, এবং এ বছরের নতুন বোনাস ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে প্রতারণার মতো প্রতিত হচ্ছে। কোম্পানিটি ফান্ড সংকটের কারণে ডিভিডেন্ডের অর্থ অন্য খাতে ব্যবহার করেছে, যা পুরোপুরি আইন লঙ্ঘন।

সূত্র অনুযায়ী, ২০২৩ সালের জন্য ঘোষিত ১০% ক্যাশ ও ২% বোনাস ডিভিডেন্ড এখনও শেয়ারহোল্ডারদের পরিশোধ করা হয়নি। কিন্তু ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নতুন ৫% বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে কৃষিবিদ ফিড। এর আগে ২০২৩ সালের ১২% ডিভিডেন্ডের ঘোষণা করা হলেও তা ৩০ দিনের মধ্যে পরিশোধ হয়নি, যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্সের লঙ্ঘন।

কোম্পানির সচিব মো. মামুন আহমেদ জানিয়েছেন, ফান্ড সংকটের কারণে ডিভিডেন্ড পরিশোধে বিলম্ব হয়েছে, কিন্তু তারা শিগগিরই ডিভিডেন্ড পরিশোধ করার চেষ্টা করবেন। তবে বিএসইসি ও ডিএসই কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে বিনিয়োগকারীরা অভিযোগ করছেন। তাদের মতে, যদি বিএসইসি তৎপর হতো, তাহলে এক বছর ধরে কৃষিবিদ ফিড লিমিটেড বিনিয়োগকারীদের প্রাপ্য অংশ পরিশোধে তালবাহানা করতে পারত না।

এসএমই বোর্ডের শেয়ারগুলো নিয়ে বিনিয়োগকারীদের পক্ষ থেকে বারবার চিঠি দেওয়ার পরেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি নিয়ন্ত্রক সংস্থাগুলি। বিনিয়োগকারীরা দাবি করছেন, এসএমই বোর্ড বিলুপ্ত করে মূল মার্কেটে স্থানান্তর করে সঠিক মনিটরিংয়ের আওতায় আনা উচিত।

এর আগেও কোম্পানিটি আইন ভঙ্গ করেছে, যেমন উদ্যোক্তা পরিচালক জিন্নাত আরা শেয়ার বিক্রির ঘোষণা দেন, যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন লঙ্ঘন। এছাড়া, বোনাস শেয়ার ইস্যু করার ক্ষেত্রে কনসেন্ট লেটার শর্ত লঙ্ঘন করার অভিযোগ রয়েছে কৃষিবিদ ফিড লিমিটেডের বিরুদ্ধে।

বিনিয়োগকারীদের অভিযোগ, বিএসইসি যদি যথাযথ পদক্ষেপ নিত, তাহলে এই ধরনের অবিচারের সম্ভাবনা ছিল না এবং কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল।

কেএইচ/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর