ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

খুলনা প্রিন্টিং এবং এসআলম স্টিলের রমরমা লেনদেন

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১২:৩৫:৪৫
খুলনা প্রিন্টিং এবং এসআলম স্টিলের রমরমা লেনদেন

নিজস্ব প্রতিবেদক: স্টক মার্কেটে আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ট্রেড শুরু থেকেই তাক লাগিয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং এসআলম ক্লোড রোল্ড স্টিলের শেয়ার লেনদেন। লেনদেনের প্রথম মিনিটেই এই দুই কোম্পানির শেয়ার হল্ডেট হয়ে যায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, এসআলম ক্লোড রোল্ড স্টিলের শেয়ারের দর আগের দিনের ক্লোজিং প্রাইস ১০ টাকা ৭০ পয়সা থেকে আজ শুরুতেই ৯.৩৫% বেড়ে ১১ টাকা ৭০ পয়সায় পৌঁছেছে। লেনদেনের শুরুতেই শেয়ারটির দাম সর্বোচ্চ সীমায় পৌঁছে যায় এবং বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি। লেনদেনের সময় প্রায় ২ লাখ শেয়ার হাতবদল হয় এবং ৫ লাখেরও বেশি ক্রেতা সর্বোচ্চ দামে শেয়ার কেনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে।

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। শেয়ারটির দাম মাত্র কয়েক মিনিটের মধ্যে ৯.৬৪% বেড়ে ২৭ টাকা ৩০ পয়সায় পৌঁছায়। লেনদেনের সময় ৪ লাখ শেয়ার লেনদেন হয় এবং ৫ লাখেরও বেশি ক্রেতা শেয়ার কেনার জন্য লাইনে দাঁড়ায়।

বিশ্লেষকরা জানান, খুলনা প্রিন্টিং এবং এসআলম ক্লোড রোল্ড স্টিলের শেয়ার নিয়ে সন্দেহজনক কারসাজি চলছে। কোম্পানিগুলোর শেয়ারের দাম অতীতে অস্বাভাবিকভাবে ওঠানামা করেছে, এবং বিনিয়োগকারীরা এ কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিএসই ইতিমধ্যেই এই শেয়ারগুলোর লেনদেন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। তবে কারসাজিকারীরা এখনও বাজারকে প্রভাবিত করে যাচ্ছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের কারসাজি বন্ধ না হলে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা কঠিন হবে, এবং বিনিয়োগকারীদের স্বপ্ন অধরাই থেকে যাবে।

সৈকত আহমেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর