ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

আসছে ৬০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ

বেক্সিমকো শ্রমিকদের পাওনা পরিশোধে সরকারী উদ্যোগ

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১২:১১:১০
বেক্সিমকো শ্রমিকদের পাওনা পরিশোধে সরকারী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের লে-অফ করা কারখানার শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধে সরকার নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ লক্ষ্যে ইতোমধ্যে ২২৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এবং আরও প্রায় ৬০০ কোটি টাকা প্রয়োজন হবে।

সরকারি সূত্রে জানা গেছে, শ্রমিকদের পাওনা পরিশোধে অর্থ মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তহবিল থেকে সুদমুক্ত ঋণ দেওয়া হবে। রমজানের আগেই এই পরিশোধ কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।

গত সপ্তাহে উপদেষ্টা কমিটির বৈঠকে শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য এই ঋণ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এখন পর্যন্ত ২২৩ কোটি টাকা পরিশোধ করা হয়েছে, তবে আরও প্রায় ৬০০ কোটি টাকা প্রয়োজন বলে জানা গেছে।

বেক্সিমকোর অন্যতম কর্ণধার সালমান এফ রহমান মানি লন্ডারিং এবং প্রায় এক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে কারাবন্দী থাকায় প্রতিষ্ঠানের আর্থিক সংকট তীব্র হয়েছে। এতে করে শ্রমিকদের পাওনা পরিশোধে অসুবিধা দেখা দেয়। বর্তমানে বেক্সিমকোর ঋণের পরিমাণ ২৮ হাজার ৬০৭ কোটি টাকা, যার বিপরীতে ৪ হাজার ৯৩২ কোটি টাকার সম্পত্তি বন্ধক রাখা রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, শ্রমিকদের পাওনা পরিশোধের এই প্রক্রিয়া সঠিক সিদ্ধান্ত, তবে বেক্সিমকোর কারখানাগুলো সচল রাখার বিষয়েও সরকারকে গুরুত্ব দেওয়া উচিত।

সৈকত আহমেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর