ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

শেয়ারবাজারে মার্জিন ঋণের ফাঁদ: বিপদে লাখো বিনিয়োগকারী, আসছে কঠোর ব্যবস্থা

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১২:০৬:৫৬
শেয়ারবাজারে মার্জিন ঋণের ফাঁদ: বিপদে লাখো বিনিয়োগকারী, আসছে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজারে মার্জিন ঋণের মাধ্যমে শেয়ার কারসাজির ফলে লাখো বিনিয়োগকারী বিপদে পড়েছেন। এই অনিয়ম প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ার কারসাজির সিন্ডিকেট একাধিক বেনিফিশিয়ারি ওনার (বিও) অ্যাকাউন্ট ব্যবহার করে বিনিয়োগকারীদের ভুল পথে পরিচালিত করে মার্জিন ঋণ নিয়ে শেয়ারদরের অস্বাভাবিক বৃদ্ধি ঘটিয়েছে। এভাবে সাধারণ বিনিয়োগকারীদের আকৃষ্ট করে গুজব ছড়িয়ে তাদের শেয়ার কিনতে বাধ্য করা হয়েছে, যার ফলে বহু বিনিয়োগকারী লোকসানের মুখে পড়েছেন।

এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে বিএসইসি মার্জিন ঋণ ব্যবস্থার সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং মিউচুয়াল ফান্ডের বাজারকে গতিশীল করার পরিকল্পনা গ্রহণ করেছে। বিএসইসি-এর সুপারিশ অনুযায়ী, গৃহিণী, ছাত্র বা অবসরে যাওয়া ব্যক্তিদের মতো যারা নিয়মিত আয় করেন না, তাদের মার্জিন ঋণ দেওয়ার সুযোগ থাকবে না। পাশাপাশি, শুধুমাত্র তালিকাভুক্ত কোম্পানির শেয়ার অথবা বিবিবি প্লাস রেটিং প্রাপ্ত মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকে জামানত হিসেবে গ্রহণ করা হবে।

সংস্কারের অংশ হিসেবে, শেয়ারবাজারে মার্জিন ঋণ সুবিধার আওতায় একজন গ্রাহকের জন্য ঋণের পরিমাণ সর্বোচ্চ ২৫% নির্ধারণ করা হবে। পাশাপাশি, মিউচুয়াল ফান্ডের বাজারে স্থিতিশীলতা আনতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে বিনিয়োগকারীদের ঝুঁকি কমে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসে।

বিএসইসি আরও জানিয়েছে, মিউচুয়াল ফান্ডের পরিচালনায় ঋণখেলাপিদের অংশগ্রহণ বন্ধ করা হবে। এছাড়া, মিউচুয়াল ফান্ডের শেয়ার বিক্রির প্রক্রিয়া সহজ করতে তা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক এবং মোবাইল অপারেটরদের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছে সহজলভ্য করা হবে। বিএসইসি আশা করছে, এসব উদ্যোগ শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে এবং বাজারে স্থায়ী স্থিতিশীলতা আনবে।

সৈকত আহমেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর