ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

গ্রামীণফোনের বিনিয়োগকারীদের জন্য বিশাল সুখবর

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১১:৫৭:৩১
গ্রামীণফোনের বিনিয়োগকারীদের জন্য বিশাল সুখবর

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোনের বাজার মূলধনে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৫৫১ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রকাশিত তথ্যানুযায়ী, এই সময়ে গ্রামীণফোনের শেয়ারের মূল্য ৮ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে শেয়ার প্রতি দাঁড়িয়েছে ৩৪০ টাকা ৬০ পয়সায়, যা গত বছরের অক্টোবরের পর থেকে সর্বোচ্চ। এই শেয়ারের মূল্যবৃদ্ধি বিনিয়োগকারীদের মধ্যে গ্রামীণফোনের আর্থিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপর ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।

গ্রামীণফোন বর্তমানে ডিএসইতে বাজার মূলধনের দিক থেকে সর্ববৃহৎ কোম্পানি, যা দেশের শেয়ারবাজারের মোট বাজার মূলধনের প্রায় ১৩ শতাংশ দখল করে আছে।

বিশ্লেষকদের মতে, কোম্পানিটির শক্তিশালী বাজার অবস্থান, ধারাবাহিক ডিভিডেন্ড প্রদান, এবং নেটওয়ার্ক সম্প্রসারণ ও ডিজিটাল পরিষেবায় কৌশলগত বিনিয়োগ বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। তাদের মতে, গ্রামীণফোনের উদ্ভাবনী উদ্যোগ এবং গ্রাহক-কেন্দ্রিক সমাধান প্রাতিষ্ঠানিক ও খুচরা বিনিয়োগকারীদের আকর্ষণ করতে বিশেষ ভূমিকা রাখছে।

টেলিকম খাতে পরিবর্তনশীল প্রতিযোগিতার মাঝে গ্রামীণফোনের কর্মক্ষমতা বিনিয়োগকারীদের বিশেষ নজরে রয়েছে, এবং অনেকেই কোম্পানিটির ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে আশাবাদী।

২০২৪ সালের শেষ পর্যন্ত গ্রামীণফোনের শেয়ারহোল্ডিং রিপোর্ট অনুযায়ী, নরওয়ের টেলিনর মোবাইল কমিউনিকেশনস কোম্পানি কোম্পানিটির ৫৫.৮০ শতাংশ শেয়ারের মালিক, আর গ্রামীণ টেলিকম ৩৪.২০ শতাংশ শেয়ার ধারণ করে। বাকী অংশ সাধারণ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানাধীন।

২০২৪ সালে সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা

গ্রামীণফোন ২০২৪ সালের জন্য ৩৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা কোম্পানিটির ইতিহাসে সর্বোচ্চ। ২০১৮ সালের পর এই প্রথমবার কোম্পানিটি তাদের বার্ষিক মুনাফার চেয়ে বেশি ডিভিডেন্ড প্রদান করেছে।

২০২৪ সালে কোম্পানিটির রাজস্ব সামান্য কমে ১৫ হাজার ৮৪৫ কোটি টাকায় নেমে এলেও, নিট মুনাফা ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৬৩০ কোটি টাকায় পৌঁছেছে। এ বছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৬ টাকা ৮৯ পয়সা।

সৈকত আহমেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর