ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

হঠাৎ বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় রবির শেয়ার

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ২৩:৪৬:৫০
হঠাৎ বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় রবির শেয়ার

কিছুদিন যাবত হঠাৎ করে বহুজাতিক কোম্পানি রবির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। যার ফলে কোম্পানিটির শেয়ার মার্কেট লিডারে অর্ন্তভূক্ত হয়েছে।

এরই ধারাবাহিকতায় সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন তালিকায় রবি আজিয়াটা শীর্ষ স্থান দখল করেছে।

এদিন কোম্পানিটির শেয়ারে বড় লেনদেনের পাশাপাশি দামেও ছিল ইতিবাচক প্রবণতা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৬ লাখ ৫৬ হাজার ৩৭১টি। যার বাজার মূল্য ছিল ১৯ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা।

আগের দিন রবির শেয়ারের ক্লোজিং প্রাইস ছিল ২৯ টাকা ৬০ পয়সা। আজ শেয়ারটি ২৯ টাকা ৫০ পয়সা থেকে ৩০ টাকা ২০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। তবে শেষ বেলায় বাজার নেতিবাচক থাকায় শেয়ারটির দর ক্লোজিং হয়েছে আগের দিনের চেয়ে ১০ পয়সা বেড়ে ২৯ টাকা ৭০ পয়সা।

আগামীকাল কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

আগের বছর ২০২৩ সালে রবি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর