ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

শিবলী রুবাইয়াতের জামিন আবেদন নামঞ্জুর

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ১২:০৮:৪৭
শিবলী রুবাইয়াতের জামিন আবেদন নামঞ্জুর

শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বিরুদ্ধে অর্থপাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় জামিন আবেদন এবং রিমান্ড চেয়ে দুদকের করা আবেদন দুটিই ঢাকা মহানগর দায়রা আদালত নামঞ্জুর করেছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) আদালত জানিয়েছে, তদন্তের প্রয়োজনে শিবলী রুবাইয়াতকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

দুদক অভিযোগ করেছে যে, শিবলী রুবাইয়াতসহ ছয়জনের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৭৬ লাখ ২৯ হাজার টাকার ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। এই ঘুষের মধ্যে একটি ভুয়া বাড়িভাড়ার চুক্তি এবং একটি ভুয়া রপ্তানির চুক্তি দেখিয়ে টাকা আদায়ের ঘটনা রয়েছে।

অভিযোগের মধ্যে প্রায় ১ কোটি ৯২ লাখ টাকা বা ২ লাখ ২৬ হাজার মার্কিন ডলার বাড়িভাড়া চুক্তির মাধ্যমে এবং ১ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৮২০ টাকা রপ্তানি চুক্তির মাধ্যমে ঘুষ গ্রহণ করা হয়েছে।

শিবলী রুবাইয়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক। ২০২০ সালে তিনি চুক্তিভিত্তিক বিএসইসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান এবং এর আগে তিনি সাধারণ বিমা করপোরেশনের চেয়ারম্যান ছিলেন।

মামলার অন্য আসামিরা হলেন: মোনার্ক হোল্ডিং ইনকরপোরেশনের চেয়ারম্যান জাবেদ এ মতিন, ঝিন বাংলা ফ্যাব্রিক্সের মালিক আরিফুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এফএভিপি ইসরাত জাহান, ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট ও শাখার অপারেশন ম্যানেজার ইকবাল হোসেন, সাবেক শাখা ব্যবস্থাপক সৈয়দ মাহবুব মোরশেদ।

অভিযোগে বলা হয়েছে, এসব ব্যক্তি ভুয়া চুক্তি করে ঘুষ গ্রহণ করেছেন। দুদক এ অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে এবং মামলাটি দায়ের করেছে।

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর