ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

শেখ হাসিনার আরেকটি অডিও ফাঁস

২০২৪ নভেম্বর ০৮ ২৩:৩৯:৪৮
শেখ হাসিনার আরেকটি অডিও ফাঁস

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও কল রেকর্ড কয়েকদিন পর ফাঁস হচ্ছে। এসব অডিও কলে তিনি দলের নেতা-কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। সেখানে হুমকি দেওয়া হয়।

আজ শুক্রবার (০৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ হাসিনার নতুন একটি অডিও ফাঁস হয়েছে।

অডিওতে পলাতক শেখ হাসিনা দলের নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করার পরামর্শ দেন।

অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তিনি নেতাকর্মীদের নূর হোসেন দিবসে মিছিল করতে বলছেন। মিছিলে তাদের হাতে থাকবে ট্রাম্পের ছবি। কেউ বাধা দিলে হামলা চালায়; তাহলে এটা হবে ট্রাম্পের ভাবমূর্তির ওপর হামলা।

সেই ছবি তোলার জন্য আলাদা লোকও থাকবে। তারপর সেই হামলার ছবি ট্রাম্পকে পাঠাব। ট্রাম্পের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে।

অডিওতে শেখ হাসিনা বলেন, ট্রাম্পকে বাধার ছবি পাঠিয়ে বলা যেতে পারে, দেখুন ইউনূস সরকার কী করছে।

শেখ হাসিনা বলেন, মিছিলে যাতে ভালো মানুষ জড়ো হয় সে ব্যবস্থা করা হবে। মিছিলে থাকবে নূর হোসেনের ছবি। 'স্বৈরাচারের মৃত্যু, গণতন্ত্র মুক্তি' লেখা প্ল্যাকার্ড তুলে ধরুন। আমাদের অনেক বাড়িঘর, দোকানপাট পুড়ে গেছে। এর তথ্য বের করতে হবে। আমরা সব হিসাব গুরুত্ব সহকারে নেব।

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর