ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

পদ্মা ব্যাংকের ঋণ খেলাপি জুলহাস গ্রেপ্তার

২০২৪ অক্টোবর ২৯ ১৭:০১:০১
পদ্মা ব্যাংকের ঋণ খেলাপি জুলহাস গ্রেপ্তার

পদ্মা ব্যাংকের বকশীগঞ্জ শাখার ঋণখেলাপি এ কে এম শফিকুল ইসলাম জুলহাসকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার (২৭ অক্টোবর) জামালপুর জেলার সদর থানা পুলিশ দণ্ডপ্রাপ্ত ঋণখেলাপিকে গ্রেপ্তার করে।

আসামিদের গ্রেফতারে সহায়তা করেছে ব্যাংকের বকশীগঞ্জ শাখা ও বিশেষ বাহিনী। পদ্মা ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

পদ্মা ব্যাংকের তথ্য অনুযায়ী, পদ্মা ব্যাংকের মামলায় জামালপুরের যুগ্ম দায়রা জজ এবং জজ অর্থান আদালত ২০২৩ সালের ৮ অক্টোবর জুলহাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দীর্ঘ এক বছর পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করা হয়। স্কার্ফ এগ্রো প্রাইভেট লিমিটেডের মালিক শফিকুল ইসলামের কাছে পদ্মা ব্যাংকের সুদ বাবদ ২৩ কোটি ৮৩ লাখ টাকা পাওনা রয়েছে।

আর/

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর