ঢাকা, বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

বিএসইসি চেয়ারম্যান মাকসুদের পদত‍্যাগ দাবিতে উত্তাল মতিঝিল

২০২৪ অক্টোবর ২৯ ১৬:৫৬:৩০
বিএসইসি চেয়ারম্যান মাকসুদের পদত‍্যাগ দাবিতে উত্তাল মতিঝিল

গত কয়েক দিনের মতো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশের বিনিয়োগকারীরা বিক্ষোভ করেছে।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সমিতির ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ২টার দিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ বিনিয়োগকারীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এরপর তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরনো ভবনের সামনে জড়ো হন। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভে মেতে উঠেছে মতিঝিল পাড়া।

বিনিয়োগকারীদের এখন প্রধান দাবি মাকসুদের পদত্যাগ। তার পদত্যাগে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

বিক্ষোভে অংশ নিয়ে বিনিয়োগকারীরা জানান, মকসুদ শেয়ারবাজার বোঝেন না। এটা শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য নয়। এটা এখন বিএসইসির সাবেক খ্যাতনামা চেয়ারম্যানসহ স্টেকহোল্ডারদের মতামত। তাই মাকসুদের পদত্যাগ করা উচিত।

বিনিয়োগকারীদের দাবি, মাশরুর রিয়াজ বিএসইসিতে চেয়ারম্যানের দায়িত্ব নেননি বলে সামান্য বিতর্ক সৃষ্টি হয়। কিন্তু এখন সবাই মকসুদের বিরুদ্ধে এবং তার পদত্যাগ চায়।

কিন্তু তারপরও পদত্যাগ করছেন না নির্লজ্জ মাকসুদ। এ থেকে তার অযোগ্যতার পাশাপাশি ব্যক্তিত্বের অভাবও ফুটে উঠেছে।

আর/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর