ঢাকা, বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

শেয়ারবাজার খুবই দুর্বল অবস্থানে রয়েছে: ডিএসই চেয়ারম্যান

২০২৪ অক্টোবর ২৯ ১৬:৫৩:০৯
শেয়ারবাজার খুবই দুর্বল অবস্থানে রয়েছে: ডিএসই চেয়ারম্যান

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেছেন, দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি, ন্যায়বিচারের অভাব, নীতিগত অসঙ্গতি ও ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশের পুঁজিবাজার আজ খুবই দুর্বল।

তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ সহ সমস্ত বাজার মধ্যস্থতাকারীরা বর্তমান বাজারের কাঠামোগত সংস্কার এবং অনিয়ম দূর করার জন্য একসাথে কাজ করছে।

কিন্তু মধ্যমেয়াদে কোনো সংস্কার কার্যকর হবে না যদি বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখতে না পারে। স্বল্পমেয়াদে বাজারের আস্থা বাড়ানোর জন্য আমরা কী করতে পারি সে বিষয়েও আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, আমাদের এখন কী করা দরকার তা খুঁজে বের করতে হবে এবং স্বল্পমেয়াদে বাজারের আস্থা বাড়াতে খুব দ্রুত সেগুলো বাস্তবায়ন করতে হবে।

সোমবার (২৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলামের সভাপতিত্বে ডিএসইর পরিচালনা পর্ষদ বাজারের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে করণীয় নির্ধারণের জন্য শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক ও সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়।

ডিএসইর পক্ষে মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মেহমেদ কামরুজ্জামান, সৈয়দ হাম্মাদুল করিম, মোহাম্মদ ইসহাক মিয়া, শাহনাজ সুলতানা, মোঃ শাকিল রিজভী, শরীফ আনোয়ার হোসেন, রিচার্ড রি রোজারিও এবং ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) সাত্ত্বিক আহমেদ শাহ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন, বিএমবির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোঃ রিয়াদ মতিন, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওবায়দুর রহমান, শান্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ভাইস চেয়ারম্যান এবং বিএসইসির সাবেক কমিশনার আরিফুল হক, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াকার আহমেদ চৌধুরী এবং আরও অনেকে।

এম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর