ঢাকা, বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

মেধাভিত্তিক শেয়ারবাজার গড়তে কাজ করছে বিএসইসি

২০২৪ অক্টোবর ২৯ ১৬:৪৯:১৫
মেধাভিত্তিক শেয়ারবাজার গড়তে কাজ করছে বিএসইসি

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, মেধাভিত্তিক শেয়ারবাজার গড়ে তুলতে বিএসইসি কাজ করছে।

শেয়ারবাজারে নিরীক্ষকদের কাজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, তালিকাভুক্ত কোম্পানিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির মাধ্যমে পুঁজিবাজারে স্থিতিশীলতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিরীক্ষকদের দায়িত্বশীল ভূমিকা কার্যকর ভূমিকা রাখবে।

তিনি পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে নিরীক্ষা সংস্থা ও নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান।

সোমবার (২৮ অক্টোবর) পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন ও সংস্কার নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) শীর্ষ প্রতিনিধিদের মতবিনিময় সভায় তিনজন এসব কথা বলেন।

এস/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর