ঢাকা, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

জুলাই-সেপ্টেম্বরে এডিপি বাস্তবায়ন রেকর্ড কম

২০২৪ অক্টোবর ২৮ ২০:৫৪:৩৮
জুলাই-সেপ্টেম্বরে এডিপি বাস্তবায়ন রেকর্ড কম

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ব্যয় হয়েছে ১৩ হাজার ২১৫ কোটি টাকা, যা মোট এডিপি বরাদ্দের ৪ দশমিক ৭৫ শতাংশ।

চলতি অর্থবছরে সরকারের এডিপি বরাদ্দ ছিল ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি টাকা। এডিপি বাস্তবায়নের এই হার এখন পর্যন্ত সর্বনিম্ন।

আজ সোমবার বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এডিপি বাস্তবায়নের একটি আপডেট প্রকাশ করেছে।

আইএমইডি এর ওয়েবসাইটে ২০১০-১১ অর্থবছর পর্যন্ত তথ্য পাওয়া যায়। এটি লক্ষ্য করা গেছে যে বিগত বছরগুলিতে এডিপি ৮-১০ শতাংশের বেশি হারে বাস্তবায়িত হয়েছে।

আইএমইডি কর্মকর্তারা জানান, প্রকল্পের কর্মকর্তারা সাধারণত আর্থিক বছরের শুরুতে প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত থাকেন। এ কারণে অর্থবছরের শুরুতে এডিপি বাস্তবায়নের হার কম।

এ ছাড়া জুলাই মাসজুড়ে রাজনৈতিক অস্থিরতা, বাঙালির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবরোধ ও অসহযোগ আন্দোলনও এডিপি বাস্তবায়নে প্রভাব ফেলেছে।

আর/

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর