ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

স্বামীর সঙ্গে সুজানার ওমরাহ পালন

২০২৪ অক্টোবর ২৮ ২০:৫১:১২
স্বামীর সঙ্গে সুজানার ওমরাহ পালন

নতুন জীবন শুরু করলেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। ২২ আগস্ট দুবাই প্রবাসী সৈয়দ হকের সঙ্গে তার বিয়ে হয়।

সৈয়দ হক পেশায় ব্যবসায়ী। সুজানা বলেন, এটা প্রেম নয়, পারিবারিক বিয়ে। তবে তাদের পরিচয় সাত বছরের পুরনো।

সুজানা জানান, বিয়ের পর তিনি হানিমুনে যাননি, বরং স্বামীর সঙ্গে ওমরাহ পালন করেছেন।

২০১৫ সালে হৃদয় খানের সাথে বিচ্ছেদের পর, তিনি মিডিয়া ছেড়ে ধর্মের দিকে মনোনিবেশ করেন।

সাত বছর আগে দেশ ছেড়ে দুবাইয়ে চলে যান। কয়েক বছর আগে দুবাইয়ের নাগরিকত্ব পান সুজানা।

তিনি এখন সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। এখন সেখানে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তিনি।

গত ২২ আগস্ট দুবাই কোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সুজানা-সৈয়দ।

সুজানা বলেন, আগস্ট মাসে যখন আমরা বিয়ে করি, তখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ ছিল। তখন এ বিষয়টি জানানোর কোনো সুযোগ ছিল না।

আর/

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর