ঢাকা, বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

শেয়ারবাজারে অব্যাহত দরপতন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিক্ষোভ

২০২৪ অক্টোবর ২৮ ২০:৪৬:২০
শেয়ারবাজারে অব্যাহত দরপতন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিক্ষোভ

শেয়ারবাজার অব্যাহত দরপতনের প্রতিবাদে রাজপথে নেমেছে একদল ক্ষুদ্র বিনিয়োগকারী।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে লেনদেন শুরু হওয়ার পর রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন তারা।

বাংলাদেশ বিনিয়োগ ঐক্য পরিষদের ব্যানারে সংক্ষুব্ধ বিনিয়োগকারীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মানববন্ধন পালন করেন।

আগেরদিন রোববার (২৭ অক্টোবর) শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পদত্যাগের দাবিতে স্লোগান দেন। আজও (সোমবার) শেয়ারবাজারে পতন হয়েছে। ক্রমাগত দরপতনের কারণে লাখ লাখ বিনিয়োগকারী পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন ক্ষুদ্র নিয়োগকারীরা।

কিন্তু বিএসইসি মূলধনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কিন্তু সরকার ও নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপের অভাব বিনিয়োগকারীদের রাস্তায় নামতে বাধ্য করেছে।

বিএসইসিও মনে করে, বর্তমান দর পতন স্বাভাবিক নয়। দাম কমার কারণ অনুসন্ধানে রোববার সংস্থাটির অতিরিক্ত পরিচালক সামসুর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিনিয়োগের আস্থা ফিরিয়ে আনতে করণীয় সম্পর্কে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে ১০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

এম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর