ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ-ভারতকে যে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র

২০২৪ অক্টোবর ২৮ ২০:৪১:৩৭
বাংলাদেশ-ভারতকে যে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র

গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে এখন চলছে বহুমুখী আলোচনা।

শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়ার পর থেকেই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন।

দিল্লি গত ১৫ বছর ধরে বাংলাদেশে আওয়ামী লীগের শাসনের ওপর নির্ভর করছে।

হাসিনার শাসনামলের বিভিন্ন ঘটনা নিয়ে গণতান্ত্রিক বিশ্বে প্রশ্ন ছিল।

সাপ্তাহিক রাজনৈতিক সাময়িকী জনতা চেত-এ মিজানুর রহমানের প্রকাশিত এক নিবন্ধে বিষয়টি উঠে এসেছে।

যেখানে বলা হয়- গুম-খুন, মানবাধিকার লঙ্ঘন, মানুষের বাক-স্বাধীনতা ও ভোটের অধিকার নিয়ে সারা বিশ্বে সমালোচনা হয়। কিন্তু ভারত শেষ পর্যন্ত শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে।

ভারতের (দ্বিদলীয়) নেতৃত্ব একটি দলকে ক্ষমতায় রেখে ঘনিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশকে হারানোর ঝুঁকি নিতে দ্বিধা করেনি। এর আগেও সীমান্তে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

এখনও ঘটছে তবে এর আগে বেশিরভাগ গুলি চোরাকারবারীদের লক্ষ্য করে। ফেলানী ছাড়া নিষ্পাপ শিশু, কিশোর বা নারী হত্যার ঘটনা বিরল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্তে দুটি ভয়াবহ ঘটনা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে।

ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এটাও নজিরবিহীন। উভয় সরকারের বক্তব্যে নাটকীয় পরিবর্তন এসেছে।

সরকারি চিঠিপত্রে কড়া ভাষা ব্যবহার করা হয়। এসবই ইঙ্গিত দেয় যে দুই দেশের সম্পর্ক তিক্ততার চরমে পৌঁছেছে।

এম/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর