ঢাকা, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

গণভবন জাদুঘরে ‘আয়নার’রেপ্লিকা নির্মাণ করতে হবে: ড. ইউনূস

২০২৪ অক্টোবর ২৮ ২০:৩৮:২১
গণভবন জাদুঘরে ‘আয়নার’রেপ্লিকা নির্মাণ করতে হবে: ড. ইউনূস

গণভবন জাদুঘরে ‘আয়নার’ রেপ্লিকা নির্মাণ করা উচিত বলে মত প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, 'গণভবনের জাদুঘরে আয়না ঘরের রেপ্লিকা তৈরি করতে হবে, যেখানে শেখ হাসিনা শত শত ভিন্নমতাবলম্বী ও বিরোধীদলীয় নেতাকে গোপনে আটকে রাখতেন। আয়না দর্শকদের মনে করিয়ে দেবে সেই বন্দীদের কষ্টের কথা।'

সোমবার (২৮ অক্টোবর) গণভবনে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মরণে গণভবনে একটি জাদুঘর নির্মাণের জন্য উপদেষ্টাদের নির্দেশ দেন।

গণভবনের ধ্বংসাবশেষ পরিদর্শনে গিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনার দুঃশাসনের স্মৃতি এবং তাকে ক্ষমতাচ্যুত করার সময় জনগণ যে ক্ষোভ প্রকাশ করেছিল তা জাদুঘরে সংরক্ষণ করা উচিত।

এম/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর