ঢাকা, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

‘কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত হয়নি’

২০২৪ অক্টোবর ২৮ ২০:৩২:৫৫
‘কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত হয়নি’

প্রধান উপদেষ্টা উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সন্ত্রাসের অভিযোগে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলেও প্রধান দল আওয়ামী লীগ ও শরিকদের নিষিদ্ধ করার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই।

তিনি বলেন, সরকার এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে আজাদ মজুমদার এসব কথা বলেন।

আজাদ মজুমদার বলেন, সরকার শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং জানানো হয়েছে। এই মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়নি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

আজাদ মজুমদার বলেন, আমরা বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করব না।

আর/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর