ঢাকা, বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

দেশের শেয়ারবাজারে বড় ধস, সর্বশান্ত বিনিয়োগকারীরা

২০২৪ অক্টোবর ২৮ ২০:৩০:৪৩
দেশের শেয়ারবাজারে বড় ধস, সর্বশান্ত বিনিয়োগকারীরা

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রথম চার কার্যদিবসে অর্থাৎ ৬ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত শেয়ারবাজারের বিনিয়োগকারীরা আশার আলো দেখেছেন।

এই চার কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৭৮৬ পয়েন্ট। আর বিনিয়োগকারীদের মূলধন বেড়েছে প্রায় ৬৮ হাজার কোটি টাকা।

কিন্তু ৫ম কার্যদিবস অর্থাৎ ১২ আগস্ট থেকে আবারও পতনের বৃত্তে আটকে যায় শেয়ারবাজার। এরপর থেকে ধারাবাহিকভাবে পতন ঘটছে সূচক।

যদিও সূচক কয়েকদিন ইতিবাচক ছিল, পতনের তুলনায় তা ছিল নামমাত্র। যার ফলে যা উঠেছে, পড়েছে তার দ্বিগুণ, তিনগুণ।

গত সপ্তাহের শেষের দিক থেকে এই পতন আরও গভীর হয়েছে। আগের কার্যদিবস রোববার কমেছে ১৪৯ পয়েন্ট। যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড ছিল।

আজ আরও ৬৭ পয়েন্ট কমেছে। এ নিয়ে ১২ আগস্ট থেকে ডিএসই সূচক হারিয়েছে ১ হাজার ১৪৭ পয়েন্ট। আর বিনিয়োগকারীদের মূলধন হারিয়েছে ৬৯ হাজার ৭৩৯ কোটি টাকা।

আজকের দরপতনের পর ডিএসইর প্রধান সূচক কমেছে ৪ হাজার ৮৯৮ পয়েন্টে। যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন।

এর আগে ২০২০ সালের ৩০ অক্টোবর ডিএসইর প্রধান সূচক ছিল ৪ হাজার ৮৬৬ পয়েন্ট।

অর্থাৎ গত ৩ বছর ১১ মাসে শেয়ারবাজারের সূচক সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বাজার পর্যবেক্ষকরা বলছেন, গত চার বছরে প্রায় ৩৫টি কোম্পানি সূচকে মূলধন যোগ করেছে।

এগুলোকে সূচক থেকে বাদ দিলে সূচকের প্রকৃত পরিমাণ দাঁড়াবে চার হাজারের নিচে।

এম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর