ঢাকা, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

ক্রিকেট থেকে শাস্তি মুক্ত ওয়ার্নার

২০২৪ অক্টোবর ২৬ ০৬:৩৬:১৯
ক্রিকেট থেকে শাস্তি মুক্ত ওয়ার্নার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ডেভিড ওয়ার্নার। দেশের হয়ে সর্বশেষ খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে।

চার মাস পর মুক্তি পেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। দেশের ক্রিকেটে আবারও অধিনায়ক হতে পারেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ার্নার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশসহ বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগ খেলেছেন।

২০১৮ সালে, কেপটাউন টেস্টে বল টেম্পারিং ঘটনায় জড়িত থাকার জন্য ওয়ার্নারকে শাস্তি দেওয়া হয়েছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়া (দেশের ক্রিকেট সংস্থা) তাকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল।

একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়, ওয়ার্নার আর কখনও অস্ট্রেলিয়ান ক্রিকেটের নেতৃত্ব দিতে পারবেন না।

সাড়ে ছয় বছরেরও বেশি সময় পর ওয়ার্নারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

ওয়ার্নার শাস্তি প্রত্যাহারের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার তিন সদস্যের কমিটির কাছে আবেদন করেন।

৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যানের আবেদন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রাসঙ্গিক কমিটি অনুমোদন করেছে। কমিটির পর্যবেক্ষণ, শাস্তি পাওয়ার পর অনুশোচনা দেখিয়েছেন ওয়ার্নার। নিষেধাজ্ঞা প্রত্যাহারের সব শর্তও পূরণ করেছেন তিনি। সব দিক পর্যালোচনা করে তিন সদস্যের কমিটি সর্বসম্মতিক্রমে ওয়ার্নারের ওপর থেকে নেতৃত্বের নিষেধাজ্ঞা তুলে নেয়।

মার্কেটআওয়ার/এস

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর