ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঋণের সুদহার বেঁধে দিলে শেয়ারবাজার উন্নয়ন হবে না: বিশ্বব্যাংক

২০২২ ডিসেম্বর ১৬ ০৭:৫৮:২৯
ঋণের সুদহার বেঁধে দিলে শেয়ারবাজার উন্নয়ন হবে না: বিশ্বব্যাংক

বিশ্ব ব্যাংক বলেছে, শেয়ারবাজারের উন্নয়ন করতে হলে বন্ড মার্কেট বাড়াতে হবে। ব্যাংকের ঋণের সুদহার বেঁধে রাখলে আর বন্ড মার্কেট বড় হবে না। দেশের শেয়ারবাজারও বড় হবে না।

বিশ্বব্যাংক এবং এর সহযোগী প্রতিষ্ঠান আইএফসি বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে একটি প্রকল্প নিয়ে কাজ করছে। জয়েন্ট ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট (জেসিএপি) নামের এই প্রকল্পের মাধ্যমে বিশ্বব্যাংক বাংলাদেশের শেয়ারবাজারকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।

বিশ্বব্যাংক গত নভেম্বরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কাছে এই সংক্রান্ত একটি চিঠি প্রেরণ করেছে।

চিঠিতে বাংলাদেশের ব্যাংকিং খাতে সর্বোচ্চ ঋণের সুদ বেঁধে দেয়ার বিষয়টি শেয়ারবাজারে উন্নয়নের পরিপন্থী বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক তাদের এই চিঠিতে আরও জানিয়েছে সঞ্চয়পত্র যাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিনতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। সঞ্চয়পত্র শুধু সাধারণ মানুষ যাতে কিনতে পারে সে ব্যবস্থা করতে হবে।

বিশ্বব্যাংক বলছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি সঞ্চয় পত্র কিনতে পারে তবে তারা আর বন্ডে বিনিয়োগ করবে না। চিঠিতে দেশের শেয়ারবাজারের উন্নয়নে আরও তিনটি পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর