ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

৩২ লাখ মেট্রিক টন জ্বালানি তেল কেনার পরিকল্পনা

২০২৪ অক্টোবর ২৬ ০৬:৩৩:৪৭
৩২ লাখ মেট্রিক টন জ্বালানি তেল কেনার পরিকল্পনা

সরকার ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ৩.২ মিলিয়ন টন পরিশোধিত এবং অপরিশোধিত জ্বালানি তেল এবং এই বছরের নভেম্বরের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি কার্গো আমদানি করার পরিকল্পনা করেছে।

এ লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের (জানুয়ারি থেকে ডিসেম্বর) সরাসরি পরিশোধিত জ্বালানি তেল কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে নিজস্ব তহবিল থেকে এই জ্বালানি কেনা হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ২০১৬ সাল থেকে জ্বালানি তেলের মোট চাহিদার ৫০ শতাংশ জি-টু-জি ভিত্তিতে এবং ৫০ শতাংশ উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে পাবলিক প্রকিউরমেন্ট সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমদানি করে আসছে।

মার্কেটআওয়ার/এম

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর