ঢাকা, বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

বিশ্বমানের সংস্কারের মাধ্যমেই শেয়ারবাজারের টেকসই সমাধান

২০২৪ অক্টোবর ২৬ ০৬:৩০:০৭
বিশ্বমানের সংস্কারের মাধ্যমেই শেয়ারবাজারের টেকসই সমাধান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, "বিএসইসি পুঁজিবাজারের সমস্যা ও প্রতিবন্ধকতার সাময়িক সমাধান নয়, বরং বিশ্বমানের আধুনিক সংস্কারের মাধ্যমে একটি টেকসই ও নিশ্চিত সমাধান নিয়ে কাজ করছে।

তিনি বলেন, কমিশন এ লক্ষ্যে পুঁজিবাজার সংস্কারে একটি টাস্কফোর্স তৈরি করেছে এবং ফোকাস গ্রুপের মাধ্যমে বাজারের সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামত ও প্রতিনিধিত্ব নিশ্চিত করে সংস্কারের রূপরেখা তৈরি করা হবে।

বুধবার (২৩ অক্টোবর) শেয়ারবাজারের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউজগুলোর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিএসইসির কমিশনার মোঃ মহসিন চৌধুরী, মোঃ আলী আকবর, ফারজানা লালারুখ, বিএসইসির কর্মকর্তাবৃন্দ এবং দেশের শেয়ারবাজার ব্রোকারেজ হাউজগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মার্কেটআওয়ার/এম

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর