ঢাকা, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

শেখ হাসিনার অবস্থান জানিয়েছে ভারতীয় গণমাধ্যম

২০২৪ অক্টোবর ২৪ ২২:০৮:৩৮
শেখ হাসিনার অবস্থান জানিয়েছে ভারতীয় গণমাধ্যম

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে দ্য প্রিন্ট লিখেছে, শেখ হাসিনা গত দুই মাস ধরে নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি বাড়িতে বসবাস করছেন।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে ভারত সরকার।

লুটিয়েন্স বাংলো এলাকায় ভারতীয় মন্ত্রী, ঊর্ধ্বতন সংসদ সদস্য ও শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত বাড়ির একটিতে হাসিনাকে থাকার অনুমতি দেওয়া হয়েছে। তার গোপনীয়তা এবং নিরাপত্তার স্বার্থে, দ্য প্রিন্ট বাড়ির আসল ঠিকানা বা রাস্তার বিবরণ প্রকাশ করেনি।

একটি সূত্র প্রিন্টকে জানায়, "শেখ হাসিনার জন্য কড়া নিরাপত্তা রয়েছে। তাকে সাদা পোশাকের নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিক পাহারা দিচ্ছেন। একজন সম্মানিত ব্যক্তি হিসেবে তিনি এই স্তরের নিরাপত্তা পাচ্ছেন।

হাসিনা দুইমাসেরও বেশি সময় ধরে ওই এলাকায় বসবাস করছেন। সেখানে তার থাকার সব ব্যবস্থা করা হয়েছে, হাসিনা মাঝে মাঝে পাশের লোধী গার্ডেনে বেড়াতে যান।

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর