ঢাকা, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

ডিসি-ইউএনওদের জন্য কিনছে নতুন ২০০ গাড়ি

২০২৪ অক্টোবর ২২ ১০:৪৬:০৯
ডিসি-ইউএনওদের জন্য কিনছে নতুন ২০০ গাড়ি

জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য ২০০ মিৎসুবিসি, পাজেরো কিউএক্স জিপ গাড়ি কেনার পরিকল্পনার করছে। সরকারের জন প্রশাসন মন্ত্রণালয় গাড়িগুলো কিনতে চায়।

বিলাসবহুল ২,৪৭৭ সিসির গাড়িগুলো কিনতে সরকারের ব্যয় হবে প্রায় ৩৩৯ কোটি টাকা। প্রতিটি গাড়ির মূল্য ধরা হয়েছে ১ কোটি ৬৯ লাখ টাকা করে।

জনপ্রশাসনে গতিশীলতা বজায় রাখার স্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা, আইন-শৃঙ্খলা রক্ষাসহ পরিবহন সেবা স্বাভাবিক রাখার জন্য এসব গাড়ি কেনা প্রয়োজন বলে অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ডিসি ও ইউএনওদের জন্য ২০০ নতুন গাড়ি কিনতে বাজেট বরাদ্দ চেয়ে গত ৭ অক্টোবর অর্থসচিবকে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বর্তমান বাজারে গাড়ির দাম বেড়েছে। অনুর্ধ্ব ২,৭০০ সিসির প্রতিটি জিপ গাড়ির দাম পড়বে ১,৬৯,৩৫,০০০ টাকা।

অর্থবিভাগের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাব পর্যালোচনা করছে অর্থবিভাগ। এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এন/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর