ঢাকা, বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

বিশ্বব্যাংকের কাছে কারিগরি সহযোগিতা চেয়েছে বিএসইসি

২০২৪ অক্টোবর ১০ ২২:০৯:৪৫
বিশ্বব্যাংকের কাছে কারিগরি সহযোগিতা চেয়েছে বিএসইসি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বিশ্বব্যাংকের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে শেখের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে বিএসইসি শেয়ারবাজারের বিভিন্ন বিষয়ে বিশ্বব্যাংকের কারিগরি ও অংশীদারিত্ব ও সহযোগিতা কামনা করে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসইসির জনসংযোগ কর্মকর্তা ও মুখপাত্র (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মোহাইমিনুল হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ভুটানের দায়িত্বে থাকা বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এবং বিশ্বব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট তোশিয়াকি আনয় সভায় উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের শেয়ারবাজারের সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। দেশের শেয়ারবাজারের সংস্কার, পুঁজিবাজারের সমগ্র অবকাঠামোতে সুশাসন বৃদ্ধি, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলিতে সুশাসন নিশ্চিত করা এবং শেয়ারবাজারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সম্পূর্ণ কাঠামো আধুনিকায়ন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর