ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

পরিবর্তিত হাওয়ায় বাংলাদেশে আসছেন ডোনাল্ড লু

২০২৪ সেপ্টেম্বর ১৪ ১০:৩৮:৪১
পরিবর্তিত হাওয়ায় বাংলাদেশে আসছেন ডোনাল্ড লু

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী দুর্বার ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল আজ ঢাকায় আসছে। যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদলটি তিন দিনের সফরে আসছে।

যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলে থাকছেন বাংলাদেশে খুব পরিচিত ও বহুল আলোচিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এবং মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সংস্কারের পথে হাঁটা বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের পথ ও কর্মপন্থা নিয়ে আলোচনা গুরুত্ব পাবে মার্কিন এই প্রতিনিধিদলের সফরে।

বাংলাদেশে আসার আগে ডোনাল্ড লু দিল্লি সফর করেছেন। দিল্লি হয়ে ঢাকায় আসায় বিভিন্ন মহলের আলোচনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, লুর ভারত সফরে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আলোচনায় থাকছে। কারণ ইতিমধ্যে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে বাংলাদেশ বিষয়ে কথা বলেছেন।

শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই হবে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের প্রথম সফর।

তবে ড. মুহাম্মদ ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র এই সরকারকে সহযোগিতার বার্তা পাঠিয়েছে। এই সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত ইস্যুতেও আলোচনা গুরুত্ব পাবে। এই ক্ষেত্রে ইঙ্গিত পাওয়া যায়, তিন দিনের (১০-১৩ সেপ্টেম্বর) দিল্লি সফর করে আজ শনিবার ঢাকায় লুর প্রতিনিধিদলের সঙ্গে যুক্ত হওয়া। ডোনাল্ড লু ভারতে ওয়াশিংটন-দিল্লি প্রতিরক্ষাবিষয়ক ইন্টারসেশনাল সংলাপে যোগ দেন।

প্রতিনিধিদলে ব্রেন্ট নেইম্যান ও লু ছাড়াও থাকছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ইউএসএআইডি) উপসহকারী প্রশাসক অঞ্জলি কাউর, যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ।

এর আগে গত মঙ্গলবার লুর সফর নিয়ে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ১০ থেকে ১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন। দ্ইু দেশ সফরের সময় তিনি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতার বিকাশে সহায়তা করার জন্য দেশটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন।

এতে বলা হয়, ভারত সফরের সময় লু দিল্লিতে যুক্তরাষ্ট্র-ভারত ব্যবসা পরিষদ আয়োজিত ইন্ডিয়া আইডিয়াস সামিটে উন্নয়ন, নিরাপত্তা ও নারীদের অর্থনৈতিক নিরাপত্তার বিকাশে যুক্তরাষ্ট্র-ভারত সহযোগিতার কথা তুলে ধরবেন। ভারত-প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তাবিষয়ক মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী জেডিদিয় রয়েল এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠেয় অষ্টম যুক্তরাষ্ট্র-ভারত টু প্লাস টু আন্তঃঅধিবেশন সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন লু। সংলাপটি প্রতিরক্ষা সহযোগিতাসহ যুক্তরাষ্ট্র-ভারত দ্বিপক্ষীয় অংশীদারত্ব বাড়ানোর সুযোগ চিহ্নিত করবে এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও তার বাইরেও দুই দেশের সহযোগিতা সম্প্রসারিত করবে।

এম/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর