ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ইরানে বিক্ষোভ: সমর্থন দেওয়ায় ফুটবলারের মৃত্যুদণ্ড

২০২২ ডিসেম্বর ১৫ ১৮:৫৪:৪৫
ইরানে বিক্ষোভ: সমর্থন দেওয়ায় ফুটবলারের মৃত্যুদণ্ড

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এক সময় ইরানের অনূর্ধ্ব-১৬ দলে খেলেছেন আমির। সর্বশেষ দেশটির ক্লাব ট্র্যাক্টর এসসির হয়ে খেলেছেন ২৬ বছর বয়সী এ ফুটবলার। তিন নিরাপত্তারক্ষীকে হত্যার দায়ে তাঁকে চলতি বছরের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়।

এমন খবরে বিস্মিত ফুটবলারদের ইউনিয়ন ফিফপ্রো। সংস্থাটি এক বিবৃতিতে অবিলম্বে আজাদানির শাস্তি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। সংস্থাটির এক টুইটবার্তায় বলা হয়, আমরা আমিরের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং অবিলম্বে তাঁর শাস্তি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

এদিকে ইরানে ৪০০ জনকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্তরা সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে গ্রেপ্তার হয়েছিলেন। ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

সংস্থাটির ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের রাজধানী তেহরানের একটি আদালত সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার হওয়া ৪০০ জনকে ১০ বছর পর্যন্ত কারাদ দিয়েছে বলে দেশটির একজন বিচার বিভাগের কর্মকর্তা বলেছেন। ইরানের বার্তা সংস্থা মিজান বলেছে, আদালতের রায়ে ১৬০ জন দাঙ্গাকারীকে পাঁচ থেকে ১০ বছরের মধ্যে, ৮০ জনকে দুই থেকে পাঁচ বছরের মধ্যে এবং ১৬০ জনকে দুই বছর বা তার কম সময়ের কারাদ দেওয়া হয়েছে।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর