ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সোমবার ব্লক মার্কেটে লেনদেনের নেতৃত্বে ডিবিএইচ ফাইন্যান্স

২০২৪ মে ১৩ ১৫:৩১:৩২
সোমবার ব্লক মার্কেটে লেনদেনের নেতৃত্বে ডিবিএইচ ফাইন্যান্স

ডিএসই সূত্রে জানা গেছে, এসব কোম্পানির মোট ৩১ কোটি ৪১ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে সাত কোম্পানির শেয়ার।

কোম্পানিগুলো হলো- ডিবিএইচ ফাইন্যান্স, আলহাজ টেক্সটাইল, সেনা কল্যাণ ইন্সুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, বিচ হ্যাচারি, বাংলাদেশ স্টিল এবং ব্যাংক এশিয়া পিএলসি।

আজ এই সাত কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৯৯ লাখ টাকারও বেশি।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডিবিএইচ ফাইন্যান্সের। এদিন কোম্পানিটির ৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ আলহাজ টেক্সটাইলের ৪ কোটি ৩৫ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২ কোটি ২৮ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে সেনা কল্যাণ ইন্সুরেন্স।

অন্য ৪টি কোম্পানির মধ্যে- বাংলাদেশ শিপিং করপোরেশনের ২ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা, বিচ হ্যাচারির ২ কোটি ৯০ হাজার টাকা, বাংলাদেশ স্টিলের ১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকা এবং ব্যাংক এশিয়া পিএলসির ১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর