ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

অন্তর্বর্তীকালীন জামিন পেলেন কেজরিওয়াল

২০২৪ মে ১০ ১৫:৪৮:০৪
অন্তর্বর্তীকালীন জামিন পেলেন কেজরিওয়াল

এর আগে, মঙ্গলবার কেজরিওয়ালকে নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হলেও কোনো রায় দেননি শীর্ষ আদালত।

সেদিন বিচারপতিরা বলেন, কেজরিওয়াল নির্বাচিত মুখ্যমন্ত্রী। এখন ভোট চলছে। তাতে প্রচারের অধিকার তাঁর আছে। ভোট না থাকলে হয়তো জামিন দেওয়ার প্রশ্ন উঠত না।

বিচারপতিদের আরও বলতে শোনা যায়, জামিন দেওয়া হলেও কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হিসেবে কোনো ফাইলে সই করতে পারবেন না।

আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গ্রেপ্তারির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন কেজরিওয়াল।

কিন্তু তাঁর আবেদন খারিজ করে দেন দিল্লি হাইকোর্ট। তার পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর