ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

উবারের কাছে ক্ষতিপূরণ চেয়ে লন্ডনের ১০ হাজার ক্যাবচালকের মামলা

২০২৪ মে ০৩ ১৫:৫০:১০
উবারের কাছে ক্ষতিপূরণ চেয়ে লন্ডনের ১০ হাজার ক্যাবচালকের মামলা

বৃহস্পতিবার (২ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ১০,০০০ এরও বেশি লন্ডন ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি বুকিং নিয়ম লঙ্ঘনের অভিযোগে লন্ডন হাইকোর্টে উবারের বিরুদ্ধে মামলা করেছেন।

অনলাইনে গ্রাহকদের বুকিং করার পাশাপাশি, উবার চালকরা নিয়মিত ট্যাক্সিক্যাবের মতো যাত্রীদের সরাসরি তুলে নেয়, মামলার অভিযোগ। একটি বড় অভিযোগ হল যে লন্ডনের নিয়মিত ক্যাব চালকদের সরাসরি যাত্রী তোলার সময় কিছু নিয়ম মেনে চলতে হয়। উবার চালকরা সেসব নিয়ম উপেক্ষা করছেন। ক্যাব চালকদের দাবি, উবার চালকরা আইন অমান্য করার কারণে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

তারা অভিযোগ করেছে যে উবার কোম্পানি তাদের ড্রাইভারদের মিনিকাব পরিষেবার মতো কেন্দ্রীয় সিস্টেমের মাধ্যমে না গিয়ে সরাসরি গ্রাহকদের কাছ থেকে বুকিং গ্রহণ করার অনুমতি দেয়।

মামলায় ট্যাক্সিক্যাব চালকদের আইনজীবী হিসেবে লড়বে যুক্তরাজ্যের বিখ্যাত আইনি সেবা সংস্থা আরজিএল ম্যানেজমেন্ট। আরজিএল ম্যানেজমেন্ট ইতিমধ্যেই ট্যাক্সিক্যাব চালকদের পক্ষে লন্ডন হাইকোর্টে মামলা দায়ের করেছে।

তবে এই রাইড শেয়ারিং অ্যাপের কর্তৃপক্ষ উবারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, তারা নিয়ম মেনে কাজ করছেন।

উবারের একজন মুখপাত্র এ প্রসঙ্গে বলেন, 'মামলার নথি হিসেবে যে অভিযোগগুলো আদালতে জমা দেওয়া হয়েছে সেগুলো পুরনো ও ভিত্তিহীন। উবার আইনের সাথে সম্পূর্ণ সম্মতিতে লন্ডনে তার কার্যক্রম পরিচালনা করে। যাত্রী সেবা প্রদানের জন্য উবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) থেকে প্রয়োজনীয় অনুমতিও নিয়েছে।

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর