ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কলম্বিয়া ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে

২০২৪ মে ০২ ০৯:০৫:২৩
কলম্বিয়া ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে

গুস্তাভো পেট্রো ইসরায়েলের রাষ্ট্রপ্রধানকে গণহত্যাকারী হিসেবে উল্লেখ করে বলেছেন যে কলম্বিয়া বৃহস্পতিবার (০২ মে) ইসরায়েলের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে। তিনি বলেন, গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না।

গত বছরের শুরুতে গাজায় হামলার প্রতিবাদে কলম্বিয়া ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে।

গাজায় ইসরায়েলি হামলার পর থেকে বিক্ষোভে সক্রিয় গুস্তাভো পেট্রো। তিনি চলমান ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের ঘোর বিরোধী। পিটার এ বিষয়ে তার অবস্থান বেশ কয়েকবার স্পষ্ট করেছেন।

কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন, ইসরাইল গাজায় গণহত্যা করছে। আন্তর্জাতিক বিচার আদালতকে ইসরায়েলের নেতাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এ কাজ সহজ করতে অন্যান্য দেশকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মাসুদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর